শনিবার, ১১ মে ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
ভর্তি চলিতেছ রৌফন রেডিয়ান্ট স্কুলে প্লে গ্রুপ থেকে শুরু। চুলকাটি বাজার, (রুটস বাংলাদেশ) বনিকপাড়া রোড, বাগেরহাট।
সংবাদ শিরোনাম :
নয়ন স্মৃতি নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্টে সৈয়দপুর চ্যাম্পিয়ন আত্মসমর্পণকারী দস্যুরা পেল র‌্যাবের ঈদ উপহার বাগেরহাটে দুস্থ ও অসহায়দের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছেন শেখ তন্ময় এমপি বুয়েটে ছাত্র রাজনীতির দাবিতে মোংলায় মানববন্ধন বর্ণাঢ্য আয়োজনে রামপালে জাতীয় ভোটার দিবস পালন রামপালে স্থানীয় সরকার দিবস উদযাপন  বিনামূল্যে চিকিৎসা সেবা  প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন পশুর চ্যানেলে তলা ফেটে দুর্ঘটনাকবলীত কার্গো জাহাজটি এখও ঝুকি মুক্ত নয়, চলছে কয়লা অপসারণ মোংলায় কয়লা নিয়ে পশুর নদীতে কার্গো ডুবি, ১১ নাবিক জীবিত উদ্ধার মোংলা বন্দরের সিবিএ’র কর্মচারী সঘের সাবেক সাঃ সম্পাদক এস এম ফিরোজ সহ ৩ জনের সদস্য পদ বাতিল
বাগেরহাটে জোর পুর্বক রাতের আধারে জমি দখল মালামাল লুট বিচারের দাবীতে বাগেরহাট প্রেস ক্লাবে ক্ষতিগ্রস্থদের সংবাদ সম্মেলন

বাগেরহাটে জোর পুর্বক রাতের আধারে জমি দখল মালামাল লুট বিচারের দাবীতে বাগেরহাট প্রেস ক্লাবে ক্ষতিগ্রস্থদের সংবাদ সম্মেলন

বাগেরহাট অফিস
বাগেরহাটে মোড়েলগজ্ঞে রাতের আধারে জোর পুর্বক একটি চক্র মোড়েলগজ্ঞ পৌর সভার কলেজ রোডে বসত বাড়ী ও ডাক্তারের চেম্বারের ঔষধ,যন্ত্রপাতি ও বাড়ীর মালামাল লুট করেছে বলে ক্ষতিগ্রস্থদের পক্ষ থেকে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সম্পদ ফেরত ও মালামাল লুটপাট এর বিচারের দাবী করেছেন ক্ষতিগ্রস্থ ১নং ধান সাগর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তাপস মিত্র লোটন।শুক্রবার (২৮ মে) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন তিনি এই অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে তাপস মিত্র লোটন তার লিখিত বক্তব্যে বলেন, মোড়েলগজ্ঞ পৌর সভার কলেজ রোডে
মোড়েলগজ্ঞ মৌজায় এস, এ খতিয়ান ৮২১,৮৬০,এবং ২৩৮,২৬০ নং দাগে পৈত্রিক সূত্রে আমাদের দুই দশমিক ৬৬ শতক জমি রয়েছে।ওই জমিতে আমাদের বাড়ি ঘর এবং আমার ফুফা হরষিত ব্যাপারীর ডাক্তারী চেম্বার রয়েছে প্রায় ৪৩ বছর ধরে ওই জমি আমরা ভোগ দখল করে আসছি।হঠাৎ আমাদের নিকট আত্বীয় পার্শ্ববর্তী শরনখোলা উপজেলার ধান সাগর গ্রামের গীতারানী ও তার মেয়ের জামাতা অপুর্ব সমাদ্দার কোনো কাগজপত্র ছাড়া গত ২০ মে মোড়েলগজ্ঞ শহরের কতিপয় প্রভাবশালী সুবিধাবাদী নেতাদের সাথে নিয়ে গভীর রাতে আমাদের ঘরে ডুকে ও ফুফার চেম্বারে ঢুকে ভাংচুর করে এবং আমাদের ঘরে থাকা মুল্যবান মালামাল লুটপাট করে নেয় এতে প্রায় ৩লক্ষাধিক টাকার ক্ষতি করে।এবং ডা: হরষিত ব্যাপারীর সাইনবোর্ড পেলে দিয়ে সেখানে ওভিশার ষ্টুডিও নামে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।পরের দিন সকালে আমরা সকলে বিষয়টি জানতে চাইলে আমাদের সাথে ওই গীতা ও তাদের পান্ডার দলেরা চরম দুরব্যবহার করে।পরে গত ২২ মে আমরা আদালতের দারস্থ হই। আদালত আমাদের পক্ষে ১৪৪ ধারা জারী করেন।আদালতের নির্দেশকে বৃদ্বা আঙ্গুলী দেখিয়ে গীতা গংরা রাতের আধারে সেখানে বাড়ী নির্মানের পায়তারা চালাচ্ছে।আমি বিশ্বাস করি সংবাদ কর্মীদের দৃঢ়চেতা সাহসীকতার বহু প্রমান পেয়ে আমি সংবাদ সম্মেলনে ব্রতী হয়েছি। আপনাদের মাধ্যমে আমি মাননীয় সংসদ শেখ হেলাল উদ্দিন,শেখ সারহান নাশের তন্ময় ও এ্যাড: আমরিুল আলম মিলনসহ প্রশাসনের কাছে আমাদের দাবি আমরা যেন শুধু হয়রানীর স্বীকার না হই এবং আমাদের জায়গায় শান্তিপূর্ন ভাবে বসবাস ও আমাদের জায়গা কেউ অবৈধ ভাবে দখল করে নিতে না পারে এটাই আপনাদের ক্ষুরধার লিখনীর মাধ্যমে প্রশাসনের কাছে আমাদের একমাত্র প্রার্থনা । সংবাদ সম্মেলনে তাপস মিত্রর পিতা পংকজ কুমার মিত্র উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

  1. © স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers