শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:০১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
ভর্তি চলিতেছ রৌফন রেডিয়ান্ট স্কুলে প্লে গ্রুপ থেকে শুরু। চুলকাটি বাজার, (রুটস বাংলাদেশ) বনিকপাড়া রোড, বাগেরহাট।
সংবাদ শিরোনাম :
নয়ন স্মৃতি নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্টে সৈয়দপুর চ্যাম্পিয়ন আত্মসমর্পণকারী দস্যুরা পেল র‌্যাবের ঈদ উপহার বাগেরহাটে দুস্থ ও অসহায়দের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছেন শেখ তন্ময় এমপি বুয়েটে ছাত্র রাজনীতির দাবিতে মোংলায় মানববন্ধন বর্ণাঢ্য আয়োজনে রামপালে জাতীয় ভোটার দিবস পালন রামপালে স্থানীয় সরকার দিবস উদযাপন  বিনামূল্যে চিকিৎসা সেবা  প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন পশুর চ্যানেলে তলা ফেটে দুর্ঘটনাকবলীত কার্গো জাহাজটি এখও ঝুকি মুক্ত নয়, চলছে কয়লা অপসারণ মোংলায় কয়লা নিয়ে পশুর নদীতে কার্গো ডুবি, ১১ নাবিক জীবিত উদ্ধার মোংলা বন্দরের সিবিএ’র কর্মচারী সঘের সাবেক সাঃ সম্পাদক এস এম ফিরোজ সহ ৩ জনের সদস্য পদ বাতিল
বাগেরহাটে চাদার দাবীতে ব্যবসায়ীর জোরপূর্বক চেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

বাগেরহাটে চাদার দাবীতে ব্যবসায়ীর জোরপূর্বক চেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

মোল্লা আব্দুর রব, বাগেরহাট অফিস
বাগেরহাটের কচুয়ায় বন্ধুত্বের সুযোগ নিয়ে ব্যবসায়ীর টাকা আত্মসাত ও জোরপূর্বক চেক ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ১০জনের বিরুদ্বে বাগেরহাটের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মো: সুাহেল আহম্মেদ । বিজ্ঞ আদালত অভিযোগটি আমলে নিয়ে পিবি আইকে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।মামলার অভিযেগে জানাগেছে, সিলেট জেলার খাদিমনগর উপজেলার বহর গ্রামের আসফর আলী শেখের ছেলে ব্যবসায়ী মোঃ সুহেল আহমেদ ঢাকায় ট্রান্সফোড এর ব্যবসা করতেন এখান থেকে কচুয়া উপজেলার টেংড়াখালি (খাদ্য গুদামের পাশে) সালাম শেখের ছেলে সবুজ শেখের সাথে বন্দুত্বের সম্পর্কর্ হয়।সেই বন্ধুত্বের সুবাদে কচুয়া উপজেলার সদরের মীর মার্কেটে জেমিস জুতার শোরুমের দেন সুহেল আহম্মেদ। ব্যবসার সুবাদে বেশকিছুদিন মোঃ সুহেল আহমেদ কচুয়ায় ভাড়া থাকতেন। ক্ষতিগ্রস্থ মোঃ সোহেল আহমেদ এবং কচুয়া উপজেলার সদরের মীর মার্কেটে

জেমিস জুতার শোরুমের মালিক। ব্যবসার সুবাদে বেশকিছুদিন মোঃ সোহেল আহমেদ কচুয়ায় ভাড়া থাকতেন। সুহেল আহমেদ এর পরিবারের সাথে ইসলাম শেখ সবুজের সাথে সু সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় উভয়ের বাসায় যাতায়াত ও সখ্যতা গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরে ইসলাম শেখ সবুজ তার বন্ধু জুয়েলকে সুহেল এর স্ত্রী বিউটি বেগম এর সাথে পরিচয় করিয়ে দেয়। ইসলাম শেখ সবুজ ও তার স্ত্রী আসমা খাতুনের সহায়তায় বিউটি বেগম এর সাথে জুয়েল প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে বিউটি বেগমকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ০৪/০৭/২০২২ তারিখে জুয়েল বিউটিকে নিয়ে ঢাকায় যায় এবং উত্তর কমলাপুর মেলোডী ইন্টারন্যাশনাল (আবাসিক) হোটেলে ওঠে। সেখানে বিউটিকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে জুয়েল। এ ঘটনায় বিউটি বেগম বাদী হয়ে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন যার নং -১৭, তারিখ – ১৫/০৭/২০২২ইং, জি.আর- ২৮১/২২ (মতিঝিল), ধারা – নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১)। এ ঘটনার পর ইসলাম শেখ সবুজকে সুহেল আহমেদ তার দোকান থেকে বের করে দেয়। এর পরে সবুজ তার ভাড়াটিয়া সন্ত্রাসী লোকজন নিয়ে সুহেল আহমেদকে দোকানপাট দখল ও এলাকা ছাড়ার হুমকি প্রদর্শন করে। এক পর্যায়ে হামিদুর ইসলাম(২৭) মোঃ আঃ কাইয়ুম(৪৫) ও ইসামল শে

খ সবুজ(২৭) সুহেল আহমেদ এর নিকট ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা চাঁদা দাবী করে এবং চাঁদার টাকার জন্য হত্যার হুমকি প্রদান করে। তাদের কথা মত চাঁদার টাকা না দেওয়ায় গত ২২/০৯/২০২২ দুপুরে চাঁদা দাবীকৃত সন্ত্রাসীরা ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে কচুয়া বাজার সংলগ্ন জেমিস শোরুমে প্রবেশ করে সুহেল আহমেদকে অকথ্য ভাষায় গালাগালি ও হত্যার হুমকি প্রদর্শন করে এবং তাদের দাবীকৃত চাঁদার টাকা ও সুহেল আহমেদ এর স্ত্রী বিউটি বেগম কতৃক দায়েরকৃত মামলা তুলে নেবার জন্য ভয় ভিতী প্রদর্শন করে। সুহেল আহমেদ তাদের কথায় রাজি না হওয়ায় এক পর্যায়ে হামিদুর ইসলাম ও ইসলাম শেখ সবুজ লোহার হাতুড়ি দিয়ে সুহেল কে এলোপাথারি ভাবে মেরে রক্তাত্ত করে। ইসলাম শেখ সবুজ তার ক্যাশ বাক্সের ড্রয়ারে থাকা নগদ ৩০,০০০/- টাকা চাাঁদা বাবদ নিয়ে নেয় এবং ড্রয়ারে থাকা রুপালী ব্যাংক লিঃ কচুয়া শাখার জেমিস সু ষ্টোর এর চেক বই যার হিসাব নং ২৮৭৩০২০০০০৮১৩ হতে চেকের পাতার নং ২৫১১৫৭০ হতে ২৫১১৫৮৭ মোট ১৭টি পাতা ও ১০০ টাকা মূল্যমানের তিনটি স্ট্যাম্পে জোর পূর্বক সাক্ষর করে নেয়। এ বিষয়ে কচুয়া থানায় অভিযোগ দায়ের করতে গেলে কচুয়া থানা কতৃপক্ষ প্রভাবশালী ইসলাম শেখ সবুজ এর চাপের মুখে

মামলা নিতে অসীকৃতি জানান। এ বিষয়ে বাদীর নিযুক্ত আইনজীবী এ্যাড. ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমার মক্কেল সুহেল আহমেদ ভিন্ন জেলার বাসিন্দা হবার কারনে সে ন্যায় বিচার পায়নি। বিজ্ঞ আদালত ৩৮৫/৩৮৬/৩৮৭ দন্ডবিধি আমলে নিয়ে ন্যায় বিচারের স্বার্থে পিবিআইকে তদন্ত পূর্বক প্রতিবেদনের নির্দেশ দিয়েছেন।এবং বিজ্ঞ আদালতে ন্যায় বিচার পাবেন বলে তিনি এপ্রতিনিধিকে জানান।এ বিষয়ে কথা বলার জন্য সবুজকে ফোন করা হলে সবুজের ফোন বন্ধ পাওয়া যায়।কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, সিলেটের ও স্থানীয় লোকজন সহ সুহেল থানায় আসছিলো। যখন দেখেছি, এটা বাজার কমিটির বিষয় আমাদের থানার বিষয় না। তখন তাদেরকে চলে যেতে বললে তারা চলে যায়।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

  1. © স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers