শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:০০ পূর্বাহ্ন

চুলকাটি অনলাইন টিভি ও নিউজ মিডিয়া, সত্য প্রকাশের অঙ্গীকার। 
সংবাদ শিরোনাম :
“সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ের আসন্ন ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২৩ইং” শেষ দিনেও কোন মনোনয়ন পত্র জমা পড়েনি আওয়ামী লীগের বর্ধিত সভা আওয়ামী লীগ করে নৌকার বিরোধিতা করলে কঠোর ব্যাবস্থা বাগেরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা রামপালে তার চোরসহ আটক -২ বাগেরহাটে অপরাজিতা নেটওয়ার্কের মানববন্ধন ও ত্রৈমাসিক সভায় রামপালে বিনামূল্যে ২ হাজার কৃষক পেল সার ও রামপাল থানার সাইবার বুলিং রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন বাগেরহাটের খানজাহান আলী মাজার দীঘি থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার রামপালে যুবলীগের কর্মী সভা স্ত্রী হাবিবুন নাহারের পক্ষে ভোট চাইলেন খুলনা সিটি মেয়র খালেক বাগেরহাটে শীতের শুরুতেই আশা’র কম্বল বিতরণ
বাগেরহাটে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৭ জনের করোনা শনাক্ত

বাগেরহাটে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৭ জনের করোনা শনাক্ত

চুলকাঠি ডেস্ক

বাগেরহাটে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এই নিয়ে বাগেরহাট জেলায় ১৭৫২ জন করোনায় আক্রান্ত হলেন। মারা গেছেন ৪৫ জন।বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, গত দশদিন যাবত বাগেরহাটে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে মোংলা ও মোরেলগঞ্জে। সদরেও সংক্রমণের হার কিছুটা বৃদ্ধি পেয়েছে। মোংলায় ৭০ শতাংশ এবং জেলায় সংক্রমণের হার ৪৫ শতাংশ। এই পরিস্থিতিতে আবারও আসছে নির্বাচন।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জীবিতেশ বিশ্বাস বলেন, শনিবার (৫ জুন) নতুন করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৪৮ জনের মধ্যে ৩৪ জনের করোনা শনাক্ত হয়। এই হিসাবে, সংক্রমণ হার শতকরা ৭১ ভাগ। শুক্রবার টেস্ট বন্ধ ছিল। তার আগে বৃহস্পতিবার মোংলায় ২৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয় ১০ জন। বুধবারে ৫৯ জনের মধ্যে পজিটিভ হয় ৩৩ জনের।

কোস্ট গার্ড পশ্চিম জোন-মোংলার অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আলম বলেন, ‘গত রোববার উপজেলা প্রশাসনের বিধিনিষেধ জারির পর থেকে আমরা মোংলা বন্দরের পশুর চ্যানেলে টহল জোদার করেছি। শনিবার থেকে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উপজেলার বিভিন্ন এলাকায় আমরা টহল কার্যক্রম শুরু করেছি।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, আমরা প্রথমে শুধু পৌরসভা এলাকায় বিধিনিষেধ জারি করেছিলাম। এখন পুরো উপজেলা জুড়ে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। পুলিশ, আনসার, স্বেচ্ছাসেবকদের পাশাপাশি কোস্টগার্ডও মাঠে থাকবে।স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ও বিধিনিষেধ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।বাগেরহাট সদর হাসপাতালে সর্বশেষ ১৭জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ বাড়তে থাকায় গত ৩০ মে থেকে মোংলা পোর্ট পৌরসভা জুড়ে বিশেষ বিধিনিষেধ ঘোষণা করে উপজেলা প্রশাসন। প্রাথমিকভাবে ৮ দিনের জন্য ৭ দফা নির্দেশনা দিয়ে এই বিধিনিষেধ জারি করা হয়। এর মধ্যেই পুরো উপজেলা জুড়ে বিধিনিষেধ জারি করলো প্রশাসন। সংক্রমণ হার না কমলে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়তে পারে বলে জানিয়েছেন ইউএনও কমলেশ মজুমদার

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers