বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের একটি সুপারি বাগান থেকে শহিদুল ইসলাম হাওলাদার (৫১) নামের এক মাদ্রাসা শিক্ষক এর লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত শহিদুল হাওলাদার হোগলাপাশা গ্রামের মৃত আব্দুর গনি হাওলাদারের ছেলে ও পার্শ্ববর্তি পিরোজপুর জেলার নামাজপুর দালিখ মাদ্রাসার শিক্ষক ছিলেন। বুধবার সকাল ৮টার দিকে ইউনিয়নের হোগলাপাশা গ্রামের আলমগীর হোসেন শুপারি বাগার থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় এলাকাবাসির বরাত দিয়ে মোরেলগঞ্জ মহিষপুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোঃ নাসিম বলেন,স্থানীয় গ্রামবাসির খবরের ভিত্তিতে সকাল ৮টার দিকে স্থানীয় দাশখালি গ্রামের বাসিন্দা আলমগীর হেসেন এর সুপারি বাগার থেকে শহিদুল হাওলাদারের লাশ উদ্ধার করা হয়।
মোরেলগঞ্জ থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করে তিনি জানান,শহিদুল ইসলামের লাশ পুলিশ হেফাজতে নিয়ে জন্য মগ্যে প্রেরণ করা হয়েছে।ময়না তদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারন জানান যাবে।
Leave a Reply