মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন
চুলকাঠি ডেস্ক : জম্মু-কাশ্মীরে বারমুল্লা জেলায় কেরি এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনায় পাঁচ ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় তিন হামলাকারী বন্দুকযুদ্ধে মারা গেছেন। সোমবার সকাল থেকে সংঘর্ষ শুরু হয়ে রাত পর্যন্ত খণ্ড গোলাগুলি চলে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাউ জানিয়েছে, সন্ত্রাসীরা সোমবার বড়মুল্লা জেলার কেরি এলাকায় যৌথবাহিনীর (নাকা পার্টি) সদস্যদের ওপর হামলা চালায়। এতে সিআরপিএফের দুই জওয়ান ও এক পুলিশ সদস্য মারা যান। সংঘর্ষের সময় গুলিতে আহত হন দুই সেনা সদস্য। এদের মধ্যে একজন সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরজন মঙ্গলবার মারা যান। ওই সময়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে লস্কর-ই-তৈয়বার দুই শীর্ষ স্থানীয় কমান্ডার সাজাদ আলিয়াস হায়দার ও উসমানসহ তিনজন নিহত হন।
Leave a Reply