শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক : আবুধাবি এয়ারপোর্টে ইমিগ্রেশন জটিলতায় আটকে পড়েছেন বাংলাদেশি ১২৭ জন যাত্রী। করোনাকালে শত ঝামেলা পেরিয়ে বিমানে চড়ে দেশটিতে গেলেও বিমান বন্দর থেকে বের হতে পারেননি তারা। পুনরায় তাদের দেশে ফিরে আসতে হবে। আটক যাত্রীরা আবুধাবি এয়ারপোর্টের হোটেলে অবস্থান করছেন। ঢাকা থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমান এবং এয়ার অ্যারাবিয়ার দুটি ফ্লাইট ১৫ আগস্ট ভোরে আবুধাবিতে অবতরণ করে। বিমানের ফ্লাইটে আসা ৭৭ জন এবং এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে আসা ৫০ জন যাত্রীকে অ্যাডভানসেস প্যাসেঞ্জারস ইনফরমেশন (এপিআই) জটিলতায় এয়ারপোর্টে আটকে দেওয়া হয়। আটক বাংলাদেশিদের ছাড়াতে রাষ্ট্রদূত আবু জাফরের নির্দেশে দুই দিন ধরে চেষ্টার পরও ইতিবাচক ফলাফল মেলেনি। বরং আটকে পড়া ১২৭ যাত্রীকে বহনকারী স্ব স্ব উড়োজাহাজ কর্তৃপক্ষকে তাদের ফেরত নিয়ে যেতে বলা হচ্ছে।
Leave a Reply