শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৫ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক : যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক দীর্ঘদিন ধরেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের বিপদ নিয়ে সতর্ক করে আসছেন। অবশ্য তাঁর মতের বিরোধী লোকেরও অভাব নেই। তবে, কৃত্রিম বুদ্ধিমত্তার বিপদ নিয়ে যাঁরা সন্দেহ পোষণ করেন তাঁদের জন্য মাস্কের বার্তা হচ্ছে, তাঁরা নিজেদের যতটা চালাক ভাবে তারা ততটা চালাক নন। ব্যবসা ও প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডারের তথ্য অনুযায়ী, এর আগেও মাস্ক সতর্ক বলেছিলেন পারমাণবিক যুদ্ধের চেয়েও কৃত্রিম বুদ্ধিমত্তা বিপজ্জনক হতে পারে। তাঁর অন্যতম উদ্বেগ হচ্ছে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা মানব কর্মীর জায়গা নিয়ে নেবে। এ ছাড়াই স্কাই নেটের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা একসময় সিদ্ধান্ত নেবে মানুষের আর কোনো প্রয়োজন নেই। বিজনেস ইনসাইডারকে মাস্ক বলেছেন, ‘এক দশক ধরে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপদের কথা বলে যাচ্ছি।’
Leave a Reply