শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১১:২১ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক : সাগরে নিখোঁজ ২৪ রোহিঙ্গার সন্ধানে অভিযান শুরু করেছে মালয়েশিয়া। রবিবার (২৬ জুলাই) অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় দুইটি নৌকা ও একটি বিমান পাঠানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মালয়েশিয়ার কোস্ট গার্ড জানিয়েছে, রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় লংকাবির পশ্চিম উপকূলে এসে পৌঁছায়। তখন ২৫ জন রোহিঙ্গা নৌকা থেকে নেমে সাঁতরিয়ে তীরে পৌঁছানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত শুধু একজন রোহিঙ্গা তীরে পৌঁছাতে সক্ষম হয়। মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ)-এর প্রাদেশিক পরিচালক মোহাম্মদ জাওয়াবি আব্দুল্লাহ জানিয়েছেন, ১০০ বর্গ নটিক্যাল মাইল জায়গাজুড়ে অনুসন্ধান অভিযান চালানো হবে। তিনি বলেন, ‘অন্য উদ্ধারকারী সংস্থা ও স্থানীয় মংসজীবী সম্প্রদায়গুলোকে এ ব্যাপারে জানিয়েছে দিয়েছি।
Leave a Reply