করোনা যুদ্ধের সম্মুখযোদ্ধা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী। তাদের ক্ষৌরকার্যে সহায়তার লক্ষ্যে এগিয়ে এসেছেন একদল নরসুন্দর। বিনামূল্যে চুল-দাড়ি কাটার এ কাজ চলছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সব হাসপাতালে। দৈনিক অন্তত ৫০ জন স্বাস্থ্যকর্মীর চুল কাটছেন প্রত্যেক সেচ্ছাসেবক।
চিকিৎসকরা চুল কাটাতে পেরে খুব খুশি। তাদের মাথা থেকে যেন বড় বোঝা নেমেছে। অনেকটা ফুরফুরে মেজাজে এখান থেকে যাচ্ছেন তারা।
লকডাউনের কারণে, এক মাসের বেশি সময় ধরে বন্ধ থাইল্যান্ডের সব সেলুন। ফলে দীর্ঘ সময় চুল দাড়ি কাটাতে না পারায় মুখ পরিষ্কারেও বাড়তি সময় দিতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের।
স্বাস্থ্যকর্মীরা জানান, এ ধরনের সেবা পাব ভাবিনি। যারা এই মহৎ সেবা দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ। এটাকে শুধু চুল কাটা হিসেবে দেখছি না আমি।
আগামী সপ্তাহে লকডাউন শিথিল হবে থাইল্যান্ডে। তবে স্বাস্থ্যকর্মীদের জন্য বিনামূল্যে এই সেবা অব্যাহত রাখতে চান স্বেচ্ছাসেবীরা।
Leave a Reply