বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১২:৫১ অপরাহ্ন
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, শত্রুরা ইরানের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র করতে গিয়ে হতাশ হবে। যেমনি ভাবে তারা এখন স্বীকার করছে যে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক ও কঠিনতম নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করেও তারা তাদের লক্ষ্য হাসিল করতে ব্যর্থ হয়েছে। আজ রবিবার ভিডিও লিংকের মাধ্যমে ইরানের সংসদ সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। খামেনি আরও বলেন, আমরা বিশ্বাস করি বর্তমান সব সমস্যার সমাধান সম্ভব। সংসদকে গুরুত্ব অনুযায়ী সমস্যাগুলোর তালিকা তৈরি করতে হবে এবং আন্তরিকতার সঙ্গে মানুষের সমস্যা সমাধানে দায়িত্ব পালন করতে হবে। এমন ভাবে কাজ করতে হবে যাতে তা চোখে পড়ার মতো হয়। বিডি-প্রতিদিন/শফিক-।
Leave a Reply