শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০২:৪৫ পূর্বাহ্ন
গাড়ি নির্মাতাদের মধ্যে বিশ্বে সবচেয়ে দামি প্রতিষ্ঠান এখন আর জাপানী প্রতিষ্ঠান টয়োটা নয়, টেসলা। বুধবার সকালে টেসলার শেয়ার দর বেড়ে দাঁড়ায় এক হাজার একশ’ ৩৪ ডলার। এতে শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির মূল্য দাঁড়ায় ২০ হাজার ৯৪৭ কোটি ডলারে, যা টয়োটার বর্তমান বাজার মূল্যের চেয়েও চারশ কোটি ডলার বেশি। অবশ্য গত বছর টয়োটার গাড়ি বিক্রি প্রায় ৩০ গুণ বেশি হয়েছে, মুনাফাও হয়েছে ১০ গুণের বেশি। কিন্তু ২০২০ সালের শুরু থেকে বাড়তে শুরু করে টেসলার শেয়ার দর। বিদ্যুত চালিত গাড়ির ভবিষ্যত নিয়ে ভরসা পান বিনিয়োগকারীরা। অবস্থা এমন একটি পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছিলে যে টেসলা প্রধান ইলন মাস্ক টুইট করে বসেন, “টেসলার শেয়ারমূল্য বড্ড বেশি”। ওই টুইটের পর টেসলার মূল্যমান থেকে হাপিস হয়ে গিয়েছিল এক হাজার চারশ’ কোটি ডলার।
Leave a Reply