বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৪:২৬ পূর্বাহ্ন
নিজস্ব ডেস্ক : বিশ্বজুড়ে করোনা মহামারীর কবলে কয়েক লক্ষ মানুষ। পাশপাশি মৃত্যুর হারও থেমে নেই এই ভাইরাসের কবলে পড়ে। চিনের ইউহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসের কারণে কার্যত গোটা বিশ্ব জুড়ে আতঙ্কিত মানুষজন। পরবর্তীকালে চিনে করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও ফের মনে করা হচ্ছে চিনে বাড়ছে করোনা সংক্রমণ। নতুন করে রাজধানী বেজিং এ কয়েকজন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে।সাম্প্রতিক রিপোর্টে দেখা গিয়েছে চিনের বেজিং এবং হুবেই প্রদেশে নতুন করে ১০০ জনের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। জানা গিয়েছে নতুন করে ১২ জন সংক্রমিতের খবর সামনে এসেছে। এছাড়া ১১ জন আক্রান্তের সঙ্গে কোন না কোনভাবে শিনফাদি বাজারের সঙ্গে সম্পর্ক পাওয়া গিয়েছে।স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানা গিয়েছে বেজিং থেকে ১৫০ কিলোমিটার দূরে আনশিন শহর কার্যত করা নিষেধাজ্ঞাতে মুড়ে ফেলা হয়েছে। যেমনটা করা হয়েছিল ইউহান প্রদেশে। নতুন করে গত ২৪ ঘণ্টার মধ্যে বেজিং এ আক্রান্তের খবর সামনে আসার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নতুন করে করোনা সংক্রমণের খবর সামনে আসাতে কার্যত আতঙ্কিত হয়ে পরেছেন সাধারন মানুষ। ফের মহামারীর কবলে যাতে পড়তে না হয় সেই কারণে ইতিমধ্যে প্রশাসনের তরফে শুরু হয়েছে পদক্ষেপ। ইতিমধ্যে রাজধানীতে শুরু হয়েছে সাধারণ মানুষের উপরে পরীক্ষা। ইতিমধ্যে ৮.৩ মিলিয়ন নমুনা সংগ্রহ করা হয়েছে। ৭.৭ মিলিয়ন ইতিমধ্যে পরীক্ষা করা হয়ে গিয়েছে। প্রাথমিক দফাতে চিনের ইউহান প্রদেশে করোনা সংক্রমণ হলেও পরবর্তীকালে তা নিয়ন্ত্রণ করা গিয়েছিল।
Leave a Reply