বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৩ পূর্বাহ্ন
দু’টি সাইট দুই রকমের সেবা দেয়। টুইচ সাইটে ভিডিও শেয়ার করতে পারেন গ্রাহক, বেশিরভাগই গেইম খেলার ভিডিও, তবে রাজনীতিসহ বিভিন্ন বিষয়ের ভিডিও-ও থাকে প্ল্যাটফর্মটিতে। আর রেডিট হলো কনটেন্ট শেয়ার করার সাইট যেখানে অন্য গ্রাহকরা ওই কনটেন্টের ওপর ভোট দিয়ে র্যাকিং বাড়াতে বা কমিয়ে দিতে পারেন। মিল হচ্ছে, দুটি সাইট একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে প্ল্যাটফর্মে। টুইচ বলছে, চ্যানেলটির মাধ্যমে ট্রাম্পের টালসা র্যালির ভিডিও এবং পুরোনো একটি ক্যাম্পেইন ভিডিও পুনঃসম্প্রচারিত হচ্ছিল। আর রেডিট জানিয়েছে, প্ল্যাটফর্মের বিদ্বেষমূলক বক্তব্যের নিয়ম ভেঙেছে ট্রাম্পের সাবরেডিট। রেডিট সাইটে বিভিন্ন বিষয়ের যে আলোচনাসূত্র সেগুলোকে বলে সাবরেডিট। প্রতিটি সাবরেডিড একএকটি বিষয়ে সবার মন্তব্যের সংকলন হিসেবে কাজ করে।
Leave a Reply