রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস : বাগেরহাটের চিতলমারীতে খাল থেকে সুখরঞ্জন রায় (৭০) নামে এক বৃদ্ধের ভাসমান মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার কৃষ্ণনগর গ্রামের বংশধর বালার বাড়ির পিছনের খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সুখরঞ্জন রায় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাদারবাড়ি এলাকার বাসিন্দা। সে চিতলমারীর কৃষ্ণনগর গ্রামের বাবুল মন্ডলের বাড়িতে দিনমজুরের কাজ করত।
এ ব্যাপারে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খাল থেকে সুখরঞ্জন রায় নামে ওই বৃদ্ধের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার হাতে একটি টর্চ লাইট ও কোমরে একটি মোবাইল সেট পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply