বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৩ অপরাহ্ন
বাদশা আলম/ সাকিব ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলার ফকিরহাট সড়ক দুর্ঘটনায় নিহত হতদরিদ্র ভ্যান চালক মোঃ হানিফা শেখ এর পরিবারকে নগত অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১১টায় কাটাখালী অটোভ্যান মালিক ও চালক সমিতির পক্ষ থেকে এই নগত অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, কাটাখালী ইজিবাইক চালক সমিতির সভাপতি মোঃ আতিয়ার রহমান, ভ্যান সমিতির সহ-সভাপতি শেখ আব্দুর রহমান, মোঃ খলিলুর রহমান, মোক্তার শেখ, সুমন শেখ, আবু সাইদ শেখ, আলামিন মোড়ল, কবির হাওলাদার, শেখ শহিদুল ইসলাম, বাইনতলা সমিতির বাদল মল্লিক ও মনি মল্লিক সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে নিহতের পরিবারকে নগত ৫ হাজার টাকা, ৫০ কেজি চাউল ১ কেজি ডাল ২কেজি লবন ২ লিটার তেল, মাছ, মাংশ সহ বিভিন্ন কাচা বাজার প্রদান করা হয়। উল্লেখ্য গত ১২আগষ্ট রাত খুলনা মোংলা মহাসড়কের কাটাখালী বাসস্ট্যান্ডের অদুর অজ্ঞাত ট্রাকের ধাক্কার লখপুরের জাড়িয়া মাইট কুমরা গ্রামের হতদরিদ্র ভ্যান চালক হানিফা শেখ (৫০) নিহত হন।
Leave a Reply