রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন
কাটাখালি প্রতিনিধি : ফকিরহাটে ট্রাক চাপায় হতদরিদ্র হানিফা শেখ (৫০) নামের একজন ভ্যান চালক নিহত হয়েছেন। বুধবার রাত ৯টায় খুলনা মংলা মহাসড়কের কাটাখালী বালুর মাঠের সামনে এদুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ী লখপুর ইউনিয়নের জাড়িয়া মাইট কুমরা গ্রামের। তিনি মৃত বকশ শেখ এর ছেলে।প্রত্যাক্ষদর্শীরা জানান, ঘটনার দিন রাতে তিনি ভ্যান চালিয়ে লখপুর বাসস্ট্যান্ডে যাওয়ার পথে একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে কুদির বটতলা হাসপাতাল ও পরে খুমেকে নিয়ে গেলে সেখানেই তার মুত্যু হয়। নিহত হানিফার ঘরে অসুস্থ্য স্ত্রী ২কন্যা ও বৃদ্ধা মাতা রয়েছেন। কর্মক্ষম একমাত্র ব্যাক্তিকে হারিয়ে পরিবারটি এখন দিশেহারা হয়ে পড়েছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের বা ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
Leave a Reply