মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০২ অপরাহ্ন
শীর্ষ নিউজ : বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদরের সদরের আট্টাকী গ্রামে হেমায়েত উদ্দিন (৬০) নামে করোনায় আক্রান্ত হয়ে রবিবার বিকালে মারা গেছেন। তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হবার পর এক সপ্তাহ ধরে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। বিকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফকিরহাট হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। সন্ধ্যায় করোনা স্বাস্থ্যবিধি মেনে উপজেলা প্রশাসন তার দাফন সম্পন্ন করেছে। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরো ২১ জনের করোনা হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ফকিরহাট উপজেলায় ১২ জন, মোংলায় ৫ জন, সদর উপজেলায় ৩ জন ও মোরেলগঞ্জ উপজেলায় ১ জন রয়েছেন। নতুন করোনা আক্রান্তদের মধ্যে ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের তিনজন ইউপি সদস্য রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৭ জনে।
Leave a Reply