শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ঢাকা-খুলনা মহাসড়কের ফলতিতা মৎস্য আড়ৎ এর নিকটে কয়লা ভর্তি দাঁড়িয়ে থাকা একটি ট্রাক পেছনে থেকে বেপরোয়া গতিতে চালিয়ে আসা পাথর বোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় চালকের সহযোগী(হেলপার) কালু মিয়া (৩৫) নিহত হন। গুরুত্বর আহত আজিজ মিয়ার পুত্র ড্রাইভার শামীম (৪০)। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩১মার্চ) আনুমানিক রাত ১২টা ২০ মিনিটে ঢাকা-খুলনা মহাসড়কের ফলতিতা মৎস্য আড়ৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সড়কে কয়লা বোঝাই দাঁড়িয়ে থাকা ট্রাক ঢাকা মেট্রো(ট-১৪-৪৬৩০) পেছনে থেকে দ্রæত গতিতে ছুটে আসা মোল্লারহাটগামী ড্রাম ট্রাক খুলনা মেট্রো (শ-১১-২১১৩) ধাক্কা দিলে সামনের অংশ দুমড়ে-মুছড়ে যায়। দুর্ঘনার সংবাদ পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশন ও মোল্লারহাট ফায়ার সার্ভিস স্টেশন যৌথ অভিযানে সাতক্ষীরা জেলার বিনেরপোতা এলাকার আজিজ মিয়ার ছেলে ড্রাইভার শামীম (৪০)কে গুরুত্বর উদ্বার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপেক্সে প্রেরণ করেন। নিহত সহযোগী(হেল্পার) কালু মিয়া(৩৫)কে লাশ উদ্ধান করে বিষয়টি নিশ্চিত করে মোল্লারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান জানান, ঘটনাস্থলে এসে এসময় যানবাহন চলাচল স্বাভাবিক করি এবং ট্রাক দুটি জব্দ করি।
Leave a Reply