মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০২:০১ পূর্বাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান শুক্রবার (১১ই নভেম্বর) বিকেল ৪টায় শেখ রাসেল শিশু পার্কে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে’র সভাপতিত্বে সভার উদ্ভোধন করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইদ্রিস আলী ইজারাদার।
তিনি তাঁর বক্তৃতায় বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসলে দেশের দরিদ্র ও খেটে খাওয়া সাধারন মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটে। তাই বাংলার মানুষ শেখ হাসিনার সরকার-কে পছন্দ করেন। তিনি বলেন, ২০০১সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে দেশের মানুষকে জিন্মি করে দেশে হত্যা রাহাজানী ও লুটপাটের রাজেত্ব কায়েম করেছিল। কিন্তু শেখ হাসিনার সরকার হিংসার রাজনীতি পছন্দ করেন না। তিনি দেশ ও জাতির কল্যানে ও মানুষের ভাগ্যের উন্নয়নে সর্বদা কাজ করেন। আর কাজ করেন বলেই বাংলাদেশ আজ বিশ্বের কাছে একটি রোল মডেলে পরিনত হয়েছে।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এ্যাডঃ মিলন কুমার ব্যানার্জী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুস্তাহীদ সুজা। ইউনিয়ন আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক সুমন কুমার ধর এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, যুগ্ম-সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরদার আমিনুর রশিদ মুক্তি, দপ্তর সম্পাদক নির্মল কুমার দাশ, কৃষকলীগ নেতা রেজাউল করিম টিপু, যুবলীগ নেতা জয়দেব কুমার দে ও ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ প্রমুখ। সভা শেষে প্রভাষক অঞ্জন কুমার দে-কে পুনঃ সভাপতি ও মোড়ল জাহিদুল ইসলামকে পূনঃ সাধারন সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়। এর আগে বিকেল ৩টা হতে ৯টি ওয়ার্ড হতে শতশত নেতাকর্মিরা মিছিল সহকারে সভাস্থলে হাজির হলে সভা স্থল কানাই কানাই পরিপূর্ণ হয়ে তা যেন মহাসমাবেশে পরিনত হয়। ##
Leave a Reply