বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৫ পূর্বাহ্ন
পি অলোক, নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের ফকিরহাটে মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ আন্ত: ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার দুপুর ২টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বাহিরদিয়া-মানসা ইউনিয়ন বনাম পিলজংগ ইউনিয়ন মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পিলজংগ ইউনিয়ন প্রথমে ব্যাট করতে নেমে ৮উইকেটে ১১৫ রান করে। এর জবাবে বাহিরদিয়া-মানসা ইউনিয়ন করে ৮উইকেটে ১১৮রান। ফলে ফাইনালে বাহিরদিয়া-মানসা ইউনিয়ন জয়ী হয়েছে। খেলায় ম্যান অব দি ম্যান নির্বাচিত হয়েছে বিজয়ী দলের আল-আমীন ও ম্যান অবদি ম্যাচ নির্বাচিত হয়েছে রানার্স আপ দলের উজ্জল দে। খেলা পরিচালনা করেন শীবেন দাশ ও শংকর পাল। খেলা শেষে উভয় দলের খেলোয়ারদের মাঝে মেডেল পরিয়ে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ,সুজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা থানম। খেলার ভাস্যকর মোস্তাহিদুর রহমান মুক্ত পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামিম জামান পলাশ, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার, বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, আট্টাকা স্কুলের সভাপতি মো: সাইফুল ইসলাম, আট্টাকা স্পোটিং ক্লাবের মো: ইবারাত আলী, লিপন বিশ্বাস, জাকির হোসেন সাইফুল ইসলাম, বাপ্পিসহ অসংখ্য ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
Leave a Reply