শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন
ক্রীড়া প্রতিবেদক
বাগেরহাটের ফকিরহাটে মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ আন্ত: ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা বৃহস্পতিবার দুপুর ২টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বেতাগা বনাম পিলজংগ ইউনিয়ন মধ্যকার প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পিলজংগ ইউনিয়ন প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩৬ রান করে। এর জবাবে বেতাগা ইউনিয়ন করেছে অল উইকেটে ১০৬ রান। ফলে পিলজংগ ইউনিয়ন জয়ী হয়ে ফাইনালে চলে গেছে। খেলা উপভোগ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা থানম, সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার, বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামিম জামান পলাশ, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার, শুভদিয়া ইউপি চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম, বেতাগা ইউপি চেয়ারম্যান মো: ইউনুস আলী শেখ, জেলা ক্রীড়া অফিসার মো: মিজানুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু, আট্টাকা স্কুলের সভাপতি মো: সাইফুল ইসলাম, আট্টাকা স্পোটিং ক্লাবের মো: ইবারাত আলীসহ অসংখ্য ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
Leave a Reply