শুক্রবার, ০৯ জুন ২০২৩, ১১:৫৩ অপরাহ্ন
পি অলোক (নিজস্ব প্রতিবেদক):
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পূর্ব বেতাগা মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিকে ব্র্যাকের উদ্যোগে কোভিড-১৯ মোকাবেলায় কমিউনিটি সম্পৃক্তকরণ ও কমিউনিটি ক্লিনিক কার্যক্রম জোদ্ধার করণ প্রকল্পের কমিউিনিটি ক্লিনিক ওরিয়েন্টেশন ও কমিউনিটি করোনা ভাইরাস প্রটেকশন কমিটি (সিসিপিসি) গঠন শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি ক্লিনিকের সভাপতি অসিত কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ। এসময় বক্তৃতা করেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র, সমাজসেবক মহেন্দ্রনাথ দাশ, বীর মুক্তিযোদ্ধা অমর কৃষ্ণ দাশ, পূর্ব বেতাগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি লিপিকা রানী দাশ, প্রধান শিক্ষক অসিত কুমার দাশ, সংরক্ষিত মহিলা সদস্যা কামরুন্নাহার নীপা। বেতাগা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন এর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সংরক্ষিত মহিলা সদস্যা মল্লিকা রানী দাশ, ইউপি সদস্য ফোরকান শিকারী, ব্র্যাকের উপজেলা কোভিট-১৯ এর এলাকা ব্যাবস্থাপক বাসুদেব নন্দী, ক্লিনিকের সিএইচসিপি রিংকু বাছাড়। সভায় পূর্ব বেতাগা মনোরমা দাশ ক্লিনিক পরিচালনার মোট ৪টি গ্রুপ থেকে ২৫জন সদস্য নিয়ে কমিউনিটি ক্লিনিক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয় এবং করোনা ভাইরাস প্রটেকশনের জন্য ১৫সদস্য বিশিষ্ঠ একটি কমিটি গঠন কর।
Leave a Reply