শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক :
বাগেরহাটের পুলিশ সুপারসহ বাগেরহাটের জেলার দায়িত্ব প্রাপ্ত পুলিশের উর্দ্ধতন অফিসারবৃন্দ বাগেরহাট সদর উপজেলার সিএন্ডবি বাজার সন্নিকটে কৃষি ভিত্তিক এভারগ্রীণ রিসোর্ট বার্ড পার্ক এন্ড রিসোর্ট লিঃ এ শুক্রবার পরিদর্শনে আসেন। এ সময় পার্কের সব কিছু ঘুরে দেখে পুলিশ মহল খুশী হন। পার্কের সত্ত্বাধিকারী মোঃ ফজলুল করিম জানান, কৃষিভিত্তিক উন্নয়ন, উন্নয়ন কৃষি পদ্ধতি, উন্নত জাতের কৃষি ফলন সহ কৃষক ও কৃষিবান্ধবদের আকৃষ্ট ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তার উদ্যোগ। তিনি চায়না আখ, বিদেশী সব্জী, ডাগন, পাখি, গরু, হাস সহ বিভিন্ন ধরণের চাষ করে ব্যাপক সাড়া জুগিয়েছেন। তার ফার্মের গরুর দুধ প্যাকেটজাত করে বাজারকরণ করা হচ্ছে। তিনি বিদেশী পর্যটকদের আকর্ষণ ও নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে এ উদ্যোগ গ্রহণ করেছেন।
Leave a Reply