শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৩:৩৯ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক :
খুলনা-মংলা মহাসড়কের চুলকাঠি বাজার নামক স্থানে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় বেপরোয়া বাসের চাপায় এক কৃষক নিহত ও এক ভ্যান চালক সহ ২ জন আহত।ঘটনাটি ঘটেছে খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজার এলাকার মহাসড়কের ওপর প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে মংলা থেকে খুলনাগামী একটি বেপরোয়া গতির বাস (ঢাকা মেট্রো -জ ০৫-০০১৪)মহাসড়কের পাশে কাঁচাবাজারে কৃষি পণ্য বিক্রি রত কৃষকদের ওপর চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় ঘটনাস্থলে বাগেরহাট সদর উপজেলার রনজিত পুর গ্রামের মৃত বিপিন বিহারী দাস এর পুত্র স্বপন বিহারী দাস(৫৭) ঘটনাস্থলেই মারা যান এ সময় মহা সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানচালক নজিবর শেখ (৪৫) ও অপর এক কৃষক মোখলেছুর রহমান (৭০) গুরুতর আহত হয়। এ সময় খবর পেয়ে কাটাখালি হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে ভর্তি করেন। হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ঘাতক বাসটি আটক করেন কিন্তু চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে কাটাখালি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী হোসেন চুলকাঠি টোয়েন্টিফোর ও নিউজ মিডিয়ার কর্মকর্তা সাংবাদিক আনিছুর রহমান কে জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply