বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক
চুলকাঠি ২৪ চুলকাঠি টিভি ও নিউজ মিডিয়া সম্পাদক আল ফাহাদ গাজীর এর পিতা অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ জুলফিক্কার আলী গাজী (৭০) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাগেরহাট একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২পুত্র ২কন্যা স্ত্রী সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন। তাঁর মুত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন,মরহুমের রুহের আত্মার মাগফেরাত দোয়া কামনা করেছেন,চুলকাঠি প্রেসক্লাবের আহবায়ক ও সিনিয়র সাংবাদিক পি কে অলোক, যুগ্ন-আহবায়ক যথাত্রমে ফটিক ব্যানার্জী, যুগ্ন আহবাহক মোঃ আরিফ ঢালী,যুুুুগ্ন আহবায়ক মোঃ মাহাফুজুর রহমান, যুগ্ন আহবায়ক অমিত কর্মকার বিলাস, চন্দন দেবনাথ, স্থানীয় সাংবাদিক শেখ আনিসুর রহমান, মোঃ জাকারিয়া শাওন, আলমগীর হোসেন,(ধর্ম বিষয়ক)। চুলকাঠি ২৪ চুলকাঠি টিভি ও নিউজ মিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রকাশক মোঃ আসাদুজ্জামান শেখ (সোবহান) প্রমুখ।
Leave a Reply