রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
চুলকাঠি ডেস্ক : সংবাদদাতা: সন্ত্রাস মাদক ও জঙ্গিবাদ মুক্ত সমাজ সমাজ গড়ার লক্ষ্যে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের সায়েড়া মধুদিয়া কলেজিয়েট স্কুল মাঠে স্বর্গীয় ডাঃ দুলাল কৃষ্ণ শিকদার স্মৃতি আন্ত ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট খেলার প্রথম রাউন্ডের চতুর্থ খেলা সোমবার বিকাল৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। উত্তর খানপুর ৬নং ওর্য়াড বনাম দক্ষিণ খানপুর৭নং ওয়ার্ড এর মধ্যকার খেলাটি নির্ধারিত সময়ে শুরু হয়। খেলার নিদ্ধারিত সময়ে দক্ষিণ খানপুর ৭নং ওয়ার্ড ৩-০ গোলের ব্যবধানে দক্ষিণ খানপুর ৭নং ওয়ার্ড জয়লাভ করে। খেলায় দর্শক হিসাবে উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শিশির শিকদার, বাগেরহাট জেলা আওয়ামী মৎস্যজিবী লীগের আহবায়ক ও প্রাক্তন চেয়ারম্যান আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ আখতারজ্জামান টুকু, আ,লীগ নেতা দেব রঞ্জন, মোহাব্বত আলী চাকলাদার, সহ হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক। এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলাটি আগামী ২৩শে ডিসেম্বর একই ভেন্যুতে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
Leave a Reply