বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক : বাগেরহাট-১ সংসদীয় আসনের মাননীয় সাংসদ শেখ হেলাল উদ্দিন ও তার পরিবার পরিজনের সুস্থ্যতা কামনা করে চুলকাটি বাজার রাধা-গবিন্দ মন্দির, ঋষিপাড়া দুর্গা মন্দির ও বণিকপাড়া দুর্গা মন্দিরে প্রাথর্না করা হয়। চুলকাঠি বাজারের রাধা গোবিন্দ মব্দিরে প্রার্থনায় উপস্হিত ছিলেন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি চিন্ময় দেবনাথ,ডাঃউৎপল কুমার দেবনাথ,প্রদীপ দেবনাথ (ঠাকুর),ডাঃদিলীপ দেবমাথ, শক্তি নারায়ন দাশ প্রমুখ।
Leave a Reply