বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৩:১০ পূর্বাহ্ন
আলমগীর হোসেন, (নিজস্ব প্রতিবেদ) : বাগেরহাট জেলার ফকিরহাটের বেতাগাতে বেতাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ সেপ্টেম্বর রোজ বুধবার সকাল ১১টায় ফকিরহাট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে “নিরাপদ মাছে ভরবো দেশ মুজিব বর্ষে বাংলাদেশ” স্লোগানে, ২০২০-২১ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় বাগদা চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনু্ষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল এর সভাপতিত্বে শুভ উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সিরাজুল ইসলাম,বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ।বেতাগা ইউপি সদস্য সংরক্ষিত-২ কামরুন্নাহার নিপা সহ উপজেলা মৎস্য অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও বেতাগা ইউনিয়ন পরিষদের লিপ মোঃ জিল্লুর রহমান। বেতাগা ইউনিয়নের মোট ২০জন মৎস চাষীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
Leave a Reply