শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল-আযহা  উপলক্ষে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ঈদ মোবারক
সংবাদ শিরোনাম :
বাউবির বাগেরহাট উপ-আঞ্চলিক কেন্দ্রে উপাচার্যের মতবিনিময় সভা বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং আর্থিক অনুদান প্রদান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাটের  ছাত্র জনতা  বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন  বাগেরহাটের খানপুরে ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং আর্থিক অনুদান প্রদান বাগেরহাটে আন্ত-জেলা বাস  মালিক শ্রমিক সমিতির নতুন আহবায়ক কমিটি সভা জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত) মো: নুর মোহাম্মদ মোড়লকে সম্মাননা স্মারক প্রদান সাবেক যুবদল নেতা চুলকাটি  সাংবাদিকদের সাথে মতবিনিময় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে  বিএনপির কেন্দ্রীয় নেতা শামীমের মতবিনিময় বাগেরহাটের যাত্রাপুর ইসলামিক ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার সভাপতি হলেন বদরুল আলম চুলকাটিতে যুবদলের আঞ্চলিক কার্যলয় শুভ উদ্বোধন 
খুলনা -মংলা মহাসড়কে প্রাইভেট ও মাইক্রোবাসে ছিনতাইয়ের কবলে পড়ছে সাধারন মানুষ

খুলনা -মংলা মহাসড়কে প্রাইভেট ও মাইক্রোবাসে ছিনতাইয়ের কবলে পড়ছে সাধারন মানুষ

চুলকাঠি অফিস : খুলনা-মংলা ও রামপাল সড়কে পাইভেট ও মাইক্রোবাসের দ্বারা বিভিন্ন সময় বিভিন্ন সাধারন মানুষ ছিনতাইয়ের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে। প্রশাসনের নজরদারী বাড়ানো উচিৎ বলে সচেতনমহল মনে করছে।

জানা যায়, মহাসড়কের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময় প্রাইভেট বা মাইক্রোবাসযোগে যাত্রী ও সাধারন মানুষ ছিনতাইয়ের কবলে পড়ছে। ছিনতাইয়ের কবলে পড়া বিভিন্ন ব্যক্তির বাড়ি বিভিন্ন স্থানে হবার কারনে ঘটনাগুলি ধামাচাপা পড়ে যায়। তারপরও দু’-একটি ঘটনা সাংবাদিকদের কানে পৌছালেও ভিক্টিম খুজে না পাওয়ার কারনে অথবা জিডি/ মামলা না হবার কারনে কুলকিনারা হয়না।

সাম্প্রতি কুদির গাছতলা থেকে মংলা সড়কে বিক্ষিপ্তভাবে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে লোকমুখে জানা যায়। যে সব লোক ছিনতাইয়ের কবলে পড়ে ঘটনার পরপরই নিজেদের নিরাপত্তা ও দ্রুত গন্তব্যে পৌছানোর তাড়নায় ঘটনা চাপা পড়ে। এর মধ্যে সম্প্রতি ঘটে যাওয়া দুই ছিনতাইয়ের ঘটনায় চুলকাঠি তদন্তকেন্দ্রের পুলিশ পরোক্ষভাবে অবহিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় প্রাইভেটে যাত্রী হবার কারনে ছিনতাইয়ের কবলে

পড়ে খুলনা গিলাতলা এলাকার এক ব্যক্তি। তিনি রামপাল জিরো পয়েন্ট থেকে সাদা রংয়ের একটি প্রাইভেটে ওঠেন খুলনায় যাবার জন্যে। চুলকাঠি বাজার অতিক্রম করে মহিষ প্রজনন খামার থেকে ডানে ঢুকে পথি মধ্যে তাকে নামিয়ে দেয়। তার আগেই তার কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। পরে সে চুলকাঠি বাজারে এসে তার দুর্দশার কথা বলে। এ সময় চুলকাঠি তদন্তকেন্দ্রের পুলিশকে দেখা যায় তার পাশে। তারও সপ্তাহখানেক আগে একটি সাদা রংয়ের মাইক্রোবাস রামপালের সোনাতুনিয়া গ্রামের ইজিবাইক চালক মুজিবরকে

মহাসড়কেত ভট্টবিজের নিকট থেকে তুলে নিয়ে তার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। অন্যদিকে তার ইজিবাইকও ছিনিয়ে নেয়। এ ঘটনায়ও চুলকাঠি তদন্তকেন্দ্রের পুলিশকে তদন্ত করতে দেখা গিয়েছিল। এর কিছুদিন আগে চুলকাঠি এলাকার মাছ ব্যবসায়ী মামুন বিশ্বাস ও হুমায়ুন বিশ্বাস খুলনায় যাবার পথে কুদির গাছতলা সন্নিকটে ছিনতাইয়ের কবলে পড়ে দুইটি মোবাইল

ও নগত এগার হাজার টাকা হারায়। এ রকম অনেক ছিনতাইয়ের ঘটনা প্রশাসনের নজরদারীর বাইরে রয়েছে। কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, এ সব ছিনতাইয়ের ঘটনা তার জানা নেই। তবে মহাসড়কে তিনি টহর বাড়ানোর আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৪, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers