মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন
মোল্লা আব্দুর রব বাগেরহাট : বাগেরহাট জেলার কচুয়া সদর ইউনিয়ন ও গোপালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সচিব দেবাশীষ মল্লিকের বিরুদ্বে সরকারী সম্পদ আত্বসার্থ,গ্রাম পুলিশের হাজিরা খাতা আটকিয়ে রাখা,মানুষের সাথে চরম দুর্ব্যবহারসহ নানা অনিয়ম,দুনির্তী,সেচ্ছাচারীতা ও অর্থ আত্বসাত এর অভিযোগ পাওয়া গেছে।ইউপি সচিব দেবাশীষ মল্লিক বাগেরহাট সদর উপজেলার সাহসপুর গ্রামের জগদীশ মল্লিকের ছেলে।এব্যাপারে প্রতিকার চেয়ে স্থানীয় কচুয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান এর কাছে অভিযোগ করেছেন কচুয়া ইউনিয়ন পরিষদ এর ১০জন গ্রাম পুলিশ।অভিযোগে জানাগেছে,সচিবকে স্যার না বলায় গ্রাম পুলিশদের হাজিরা খাতা দীর্ঘ কয়েকমাস আটকিয়ে রেখেছে। সরকারী সম্পদ আত্বসার্থ, মানুষের সাথে চরম দুর্ব্যবহার,অবৈধ ভাবে ভাবে টাকা দাবী,সুবিধা দেওয়ার কথা বলে সাধারন মানুষের কাছ থেকে প্রতারনা মুলক ভাবে অর্থ আত্বসার্থ,ব্যাংক হিসাব খুলে টাকা নেওয়া,অধিক টাকায় সিম কিনিয়ে দেওয়া,করোনা কালিন সরকারী বেশরকারী ত্রান আত্বসার্থ,বয়স্ক,বিধাব ভাতা ও প্রতিবন্দীদের সাথে অনৈতিক আচরন করা।তিনি ১১টা থেকে ১২ টার আগে কখনো পরিষদে আসেন না।সপ্তাহে ৩ থেকে ৪দিন পরিষদে আসেন।জম্মনিবন্ধন এর জন্য ৫০ টাকা তাকে না দিলে তিনি স্বাক্ষর করেন না।এছাড়া গোপালপুর ইউনিয়নে অতিরিক্ত দায়ীত্ব পালনের সুযোগে সম্প্রতি সাবেক একজন বৃদ্ব ইউপি সদস্য তাকে স্যার না বলে কেরানী বাবু বলায় বৃদ্ব সদস্যকে গালমন্দ করে জোর পুর্বক ধ্ক্কাা দিয়ে রুম থেকে বেরিয়ে দেয়।ইতিপুর্বে একই উপজেলার মঘিয়া ইউনিয়ন পরিষদে সচিব থাকাকালিন সময় তার বিরুদ্বে একাধিক অনিয়ম দুনির্তীর কারনে তিনি তদ্বির করে পাশে সদর ইউনিয়নে আসেন।সে সময়ে মঘিয়া ইউনিয়নের চৌকিদার,দফাদার,জনপ্রতিনিধিসহ এলাকাবাসি আনন্দে মিষ্টি বিতরন করেন।অভিযোগকারীরা আরো বলেন,সচিব সাহেবকে আমরা এই অবৈধ অর্থ দাবীর কথা জানতে চাইলে তিনি বলেন,আমাকে ইউ এন সুজিৎ স্যার ও দেবাশীষ স্যারকে রাজি খুশি রেখে চাকুরী করতে হয় একারনে আমার এই অর্থ নিতে হয়। কচুয়া সদর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদি বলেন,আমি বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশেনে আছি। গ্রাম পুলিশদেও দেওয়া অভিযোগটি পেয়ে অভিযোগটি জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দিয়েছি।তিনি এখন ব্যাবস্থা নিবেন।কচুয়া উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ বলেন,এবিষয়টি আমি শুনেছি,উর্ধতন কতৃপক্ষের অনুমতিতে ব্যাবস্থা নেওয়া হবে।এব্যাপারে স্থানীয় ভুক্ত ভোগীরা দুনিতী পরায়ন দেবাশীষ এর বিরুদ্বে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন।এবিষয়ে জানতে ভারপ্রাপ্ত সচিব দেবাশীষ মল্লিকের সাথে ০১৭১৭২৪৯০১২ মোবাইলে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্বে আনিত অভিযোগ অস্বিকার কওে বলেন,স্থানীয় কাজী সাইদেও সাথে আমার বাকবিতন্ড হওয়ায় তিনি এধরনের অভিযোগ করাচ্ছেন।
Leave a Reply