মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন
আলমগীর হোসেন, (নিজস্ব প্রতিবেদক) বাগেরহাটের ফকিরহাট উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ২০২০-২০২১ আর্থিক সালে রাজস্ব বাজেটের আওতায় উপজেলা সরকারি ২০টি জলাশয়ে ৪শত কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার সরকারি পুকুরে প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান। ফকিরহাট উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অভিজিৎ শীলের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় দত্ত, সহকারি মৎস্য অফিসার সিরাজুল হক, ক্ষেত্র সহকারি সঞ্চয় কুমার বাছাড় ও অর্নব বিশ্বাস, অফিস সহকারি মেজবাহ উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়নের লিফগন।
Leave a Reply