শনিবার, ২৭ Jul ২০২৪, ০৯:১০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল-আযহা  উপলক্ষে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ঈদ মোবারক
সংবাদ শিরোনাম :
চুলকাটিতে বিশাল গরু ছাগলের হাটের শুভ উদ্বোধন  চুলকাটি বাজার রেলস্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় মোল্লাহাটে টিসিবির ৫৪০ লিটার সয়াবিন তেলসহ আটক ১ মোল্লাহাটে শিশু যত্ন কেন্দ্রের কেয়ার কিপারদের ৭ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পরিবেশ বান্ধব চারা বিতরণ জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের বাগেরহাট জেলা-কমিটি অনুমোদন নয়ন স্মৃতি নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্টে সৈয়দপুর চ্যাম্পিয়ন আত্মসমর্পণকারী দস্যুরা পেল র‌্যাবের ঈদ উপহার বাগেরহাটে দুস্থ ও অসহায়দের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছেন শেখ তন্ময় এমপি বুয়েটে ছাত্র রাজনীতির দাবিতে মোংলায় মানববন্ধন
বাগেরহাটে একটি মেয়েলী অপবাদ দিয়ে বাড়ি ভাংচুর,লুটপাট,নারীদের মারধরের অভিযোগ

বাগেরহাটে একটি মেয়েলী অপবাদ দিয়ে বাড়ি ভাংচুর,লুটপাট,নারীদের মারধরের অভিযোগ

বাগেরহাট শহরের মাঝি ডাঙ্গা এলাকায় একটি মেয়েলী ঘটনার অপবাদ এর জের ধরে একটি বাড়ি ভাংচুর,লুটপাট ও বাড়িতে থাকা নারীদের মারধর করেছে প্রতিপক্ষরা।শুধু ভাংচুর ও মারপিট করে খ্যান্ত হয়নি,ঘরের মধ্যে থেকে নগদ টাকা,স্বর্ণালঙ্কার জামাকাপরসহ নিত্য প্রয়োজনীয় অনেক মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা।বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ্যে এমন বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে শহরের মাঝি ডাঙ্গা গ্রামের মরহুম বাবর আলী শেখ এর বাড়িতে।ঘটনার একদিন অতিবাহিত হলেও থানায় কোন মামলা হয়নি।
জানাগেছে,বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বাড়িতে বাবর আলীর বৃদ্বা স্ত্রী লাইলী বেগম ছাড়া কোন পুরুষ লোক বাড়িতে ছিলোনা।তাদের কয়েকজন নিকট আত্মীয়,এক মাত্র কন্যা খুকু বেগম ওই বাড়িতে অবস্থান করছিলেন।রান্না ঘরে রান্না করার কাজে ব্যস্ত ছিলেন।লাইলী বেগম বলেন,গতকাল সন্ধ্যায় হঠাৎ পার্শ্ববর্তী গ্রামের মনি শেখ এর নেতৃত্বে ১৫-২০ জন যুবক আমাদের বাড়িতে বসত ঘরে প্রবেশ করে।ঘর বাড়ী ঘর ভাংচুর শুরু করে।তারা আমাদের ঘরের মধ্যে থাকা সবকিছু ভাংচুর করে
।এসময় আমরা মহিলারা তাদের বাধা দিতে গেলে আমিসহ বাড়িতে থাকা সকলকে এলোপাথারি মারপিট শুরু করে।
আমরা চিৎকার শুরু করলে আমাদের গলায়ও ছুঢ়ি ধরে প্রান নাশের হুমকী দেয়।বলে চিৎকার করলে মেরে ফেলব।প্রায় দুই ঘন্টা তান্ডব চালিয়ে তারা আলমারীতে রাখা স্বর্ণালঙ্কার,নগদ টাকাসহ সব কিছু নিয়ে চলে যায়।এতে আমাদের প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।আমি রাতে থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ প্রভাবশালীদের কারনে অভিযোগ নিতে অনিহা প্রকাশ করে।আমি ছেলেদের নিয়ে নিরাপত্তা হীনতায় ভুগছি।


বাবর আলীর ছেলে শেখ বেল্লাল বলেন,আমি দীর্ঘদিন কাঠ,বাস ও ঘেরের ব্যাবসা করি,জীবনের কষ্টার্জিত টাকা দিয়ে বাড়ী করেছি।সবকিছু মিলিয়ে তারা আমাদের দুটি ঘর ভাংচুর ও লুটপাট করে আমাদের প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি করেছে।আমরা এর বিচার ও ক্ষতিপূরণ চাই।
স্থানীয় সোহাগ শেখ,সোহেল খান,মো: আসলাম,মিজান শেখ,রুবেল তালুকদার,শাহিনুর বেগম,শিপলা বেগম বলেন,হঠাৎ করে অনেক লোকজন ঢুকে পাশের বাড়ীতে মারপিট শুরু করে।আমরা ভাংচুরের শব্দ শুনে ছুটে গিয়ে সন্ত্রাসীদের নিবৃত্ত করার চেষ্টা করি।এরই মধ্যে ঘর ভাংচুরসহ অনেক ক্ষতি করে ফেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান,বৃষ্টি নামে একটি যুবতীর বাচ্চা হওয়ার অপবাদকে কেন্দ্র করে,বিরোধ থাকায় দীর্ঘদিন ধরে একটি গ্রুপ বাবর শেখ এর পুত্র আলালকে সায়েস্তা করার চেষ্টা করছিল।এরই অংশ হিসেবে এই ঘটনার সুত্রপাত।তবে এভাবে আইন হাতে তুলে নেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেন এলাকাবাসী।
হামলার সাথে জড়িত মনি শেখ,ভাংচুর এর অভিযোগ অস্বিকার করে বলেন,
বাবর আলীর পুত্র আলাল আমার কন্যাকে বিয়ের প্রলোভন দিয়ে সবনাশ করেছে।আমি এর বিচার চাই।বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ বলেন,অভিযোগ পেলে সে যেই হোক তাদের বিরুদ্বে ব্যাবস্থা নেওয়া হবে।

মোল্লা আব্দুর রব
বাগেরহাট

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

  1. © স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers