শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক : বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারস্থ অগ্রনী ব্যাংক থেকে অভিনব কায়দায় এক ব্যবসায়ীর নিকট থেকে টাকা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। জানা যায়, চুলকাঠি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন ফকির আজআনুমানিক ১১ টার সময় চুলকাঠি বাজারস্থ অগ্রনী ব্যাংক থেকে ৫০ টাকার নোট ২০ হাজার টাকা উত্তোলন করে। এ সময় ভুক্ততভোগী ব্যবসায়ী রুহুল আমিন ৫০ টাকার নোট নিয়ে বিব্রত প্রকাশ করলে ব্যাংকে পুর্ব থেকে বসে থাকা ৪ যুবক উক্ত টাকা বদলিয়ে দেবার কথা বলে। এ সময় টাকা গুনতে গুনতে প্রতারক যুবকরা চোখের পলকে হারিয়ে যায়। মাস্ক পড়ে থাকার কারনে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও তাদের চেনা যায়নি। এ বিষয়ে এখনো কোন অভিযোগ হয়নি। ব্যাংক ম্যানেজার ঘটনার সত্যতা স্বীকান করেছেন।
Leave a Reply