রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ন
চুলকাঠি অফিস : বাগেরহাটের সদর উপজেলার চুলকাঠি বাজারে গতকাল রাতে একটি স্বর্নের দোকানের তালা ভেঙ্গে নগদ টাকা স্বর্নালংকার সহ প্রায় চার লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বাজারের স্বর্ন ব্যবসায়ীরা বিকাল ৫ টা পর্যন্ত বন্ধ রেখেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দিবাগত গভীর রাতে। চুলকাঠি বাজারের আখিঁ জুয়েলার্সের পিছনের দরজা ভেঙ্গে নগদ টাকাসহ স্বর্নালংকার চার লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়েছে। দোকান মালিক স্বর্ণ ব্যবসায়ী ইমানুর রহমান মোল্লা বলেন, রাতে তার দোকান থেকে নগদ ৬৫ হাজার টাকা এবং প্রায় ৫ ভরী স্বর্ন চুরি হয়েছে। এর মধ্যে গ্রাহকদের অর্ডারের পণ্য ও রয়েছে।চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের টু আইসি এস আই আব্দুল গনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাজারের স্বর্ন ব্যবসায়ী সমিতির সভাপতি অমিত কর বিলাশ জানান, বাজারের দোকান্দার নিয়মিত নাইট ডিউটির টাকা দিয়ে থাকি। তারপরও একের পর এক বাজারে চুরি হচ্ছে। এর প্রতিবাদে স্বর্ন ব্যবসায়ীরা সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত দোকানপাঠ বন্ধ রেখেছে। তিনি আরও জানান, ঘটনার সুষ্ঠু ব্যবস্থা না হওয়া পর্যন্ত স্বর্ন ব্যবসায়ীরা ডিউটির টাকা দিবে না। অপরদিকে বনিক সমিতি জানান, বাজারের ব্যবসায়ীরা নিজেদের দোকানে ডিউটি দিচ্ছেন। তারপরও ডিঊটির সংখ্যা বাড়ানো হয়েছে। চুরি প্রতিরোধে ডিউটি আরও সক্রিয় করা হচ্ছে। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল হক বলেন পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে তবে চুরির এব্যাপারে এখনও কোন লিখিত অভিযাগ পাওয়া যায়নি ।
Leave a Reply