বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন
আলমগীর হোসেন : ফকিরহাটের বেতাগাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে রূপালী ব্যাংক লিঃ কতৃক আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রূপালী ব্যাংক লিঃ এর বেতাগা বাজার শাখার আয়োজনে বেতাগা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়।২৭শে আগস্ট বৃহস্পতিবার স্বাস্থ্য বিধি মেনেই এ বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। রূপালী ব্যাংক লিঃ এর বেতাগা বাজার শাখার কর্মকর্তা সুমন কুমার রায়। এছাড়া এসময় রূপালী ব্যাংক লিঃ এর বেতাগা বাজার শাখার অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিস্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান স্বপন দাশ রূপালী ব্যাংক লিঃ এর এই বৃক্ষরোপণ কর্মসূচির জন্য সংশ্লিস্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
Leave a Reply