মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন
চুলকাঠি ডেস্ক : বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি ও তার পার্শ্ববর্তী এলাকায় মাদক নিয়ন্ত্রনে পুলিশের তৎপরতা বেড়ে গেছে। গত ১০ দিনে এলাকার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ ৩ জনকে আটক করে থানায় মামলা দায়ের করেছে। গত ১৬ জুলাই বাগেরহাট মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে জালাল নামের একজনকে আটক করে। চুলকাঠি তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ ইনস্পেক্টর অসিত কুমার রায় জানান, গত ২২ জুলাই চুলকাঠি তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে খানপুর গ্রাম থেকে জাকির হাওলাদার নামের একজনকে আটক করে থানায় মামলা দায়ের করেছে। গত ২৫ জুলাই চুলকাঠি পুলিশ তদন্তকেন্দ্রের সামনের হোটেল থেকে আসাদুল্ল্যাহর স্ত্রী রানীকে ৫০ গ্রাম গাজাসহ পুলিশ আটক করে। পরে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। বাগেরহাট সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহতাব উদ্দিন জানান,” মাদক দ্রব্য নিয়ন্ত্রনে পুলিশ তৎপর রয়েছে। পুলিশের অধিক তৎপরতায় চুলকাঠি এলাকা থেকে মাদকের সাথে জড়িত ব্যক্তিরা ধরা পড়ছে।
Leave a Reply