মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:০২ পূর্বাহ্ন
আলমগীর হোসেন : বাগেরহাটের ফকিরহাটে করোনা আক্রান্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষথেকে ফকিরহাট উপজেলা পরিষদ ও ফকিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বিকাল ৫টায় বেতাগা ইউনিয়নের করোনা আক্রান্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী প্রদান করেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ এবং ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। এসময় ফকিরহাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা,ফকিরহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ ও মাসকাটা ১নং ওয়ার্ড সসদস্য মোঃ আসাদুজ্জামান তুহিন উপস্থিত ছিলেন। বেতাগার ৬২নং মাসকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজ শেখ করোনায় আক্রান্ত হওয়ায় তার পরিবারের মাঝে উপহার সামগ্রী হিসেবে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করেন।
Leave a Reply