বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন
ডাঃ ওমর ফারুক (চুলকাটি বাজার ) : আসসালামু আলাইকুম চুলকাটি বাজার আশা ব্যাংকের ম্যানেজারের বাসায় গ্রিল কেটে তাদের খাবারের মধ্যে ঘুমের ঔষধ দিয়ে তাদেরকে অচেতন করে তাদের বাসা চুরি ম্যানেজারের মোবাইল চুরি সহ কিছু নগদ টাকা চুরি হয়েছে রাত সাড়ে বারোটায় চুলকাঠি বাজার অগ্রণী ব্যাংকের পাশ দিয়ে ভজন তলা ঢোকার সময় বাম হাতে যে বিল্ডিং মালিকের নাম ডালিয়া ম্যাডাম উনার বাসায় দীর্ঘ থেকে ম্যানেজার সাহেব ভাড়া থাকতেন কে বা কারা তাদের খাবারের সচেতন মূলক ঔষধ দিয়ে পিছন দিকের গ্রিল কেটে তাদের বাসায় ঢোকে ম্যানেজার সাহেব গুরুতর অসুস্থ ওনাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সকাল দশটার সময় এবং স্ত্রী একটু অসুস্থ কম হওয়ায় ওই রাত্রেই উনি ওনাদের আলমারি খোলা দেখে পাশের বাসার লোকজনদের ডাকাডাকি করে পরে ওই চক্রের লোকজন পালিয়ে যায়।
Leave a Reply