বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:২৩ অপরাহ্ন
চুলকাটি ডেস্ক
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি-ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন বিএসসি শিক্ষক ও এতদা অঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ নিতাই কৃষ্ণ পাল পরলোক গমন করেছেন। বৃহস্পতিবার (২০জানুয়ারী) দুপুর ১টা ১০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় পরলোক মগন করেন। মূত্যুকালে তিনি একপূত্র, তিনকন্যা ও স্ত্রী সহ অসংখ্যা আতœীয় স্বজন রেখে গেছেন। জানা যায়, বাগেরহাট সদর উপজেলার নিকলাপুর গ্রামের নিতাই কৃষ্ণ পাল চুলকাটি-ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। গত ৫/৬ বছর আগে তিনি চাকুরী থেকে অবসরে যান। সাম্প্রতি তিনি বিভিন্ন ধরণের অসুস্থ্যতাজনিত সমস্যায় ভুগছিলেন। তাঁর অবস্থার চরম অবনতি হলে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হয় এবং বৃহস্পতিবার তিনি পরলোক গমন করেন। শুক্রবার তার মৃতদেহের ভট্ট-বালিয়াঘাটা মহাশ্বশানে শেষকীর্ত্য সুসম্পন্ন করা হয়।
Leave a Reply