বুধবার, ০৭ জুন ২০২৩, ০১:৩৪ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটের মোল্লাহাটের মা ক্লিনিক এ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে বিক্রয় নিষিদ্ধ সরকারি ঔষধ পাওয়ায় ক্লিনিক মালিক মোঃ কামরুজ্জামানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) বিকেল ৫টায় মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীন ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই জরিমানা করেন।
তিনি বলেণ,মা ক্লিনিক এ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ সরকারি হাসপাতালের ইনজেকশনসহ ১২ প্রকার ঔষধ পাওয়া যায়।আমরা ঔষধ গুলোকে জব্দ করে,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে হস্তান্তর করেছি।ঔষধ আইন ১৯৪০ এর ২৭ ধারা অনুযায়ী ক্লিনিক মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছি। ক্লিনিক মালিক মোঃ কামরুজ্জামান দীর্ঘদিন ধরে খুলনার বিভিন্ন হাসপাতাল থেকে সরকারি ঔষধ গোপনে কমদামে ক্রয় করে তার ক্লিনিকে এনে রোগীদের কাচে চড়া দামে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।
Leave a Reply