চুলকাঠি ডেস্ক : ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে উত্তাল সারা বিশ্বের মুসলমানেরা। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অনেকেই। প্রতিবাদে ফরাসি পণ্য বয়কটের ঘোষণায় ধস নেমেছে দেশটির পূজিঁবাজারে।
বাংলাদেশ থেকেও প্রতিবাদ করেছেন মুসলমানেরা। বাদ পড়েননি শোবিজ তারকারাও।
রোবাবার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি লিখেছেন-
“আমরা যারা মুসলিম ঘরের সন্তান, মুসলমান আমাদের বোধ হবার পর থেকেই একজন মানুষকে অনেক ভালোবাসি তিনি হলেন আমাদের প্রিয় নবী এবং রাসুল হযরত মুহাম্মদ ( সা. ) । আল্লাহ নিজে যাকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়েছেন কেউ তাঁর সম্মান এবং মর্যাদা একটুও ক্ষুণ্ণ করতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমার এই পোস্টের মাধ্যমে বিশ্বব্যাপী নবী করিম ( সা.) কে নিয়ে ব্যঙ্গ, বিদ্রুপ এবং সকলপ্রকার অপপ্রচার এবং মিথ্যাচারের প্রতিবাদ জানাই ।
”অভিনেত্রী এ পোস্টের সঙ্গে একমত প্রকাশ ও প্রশংসা করছেন তার ভক্তরা। ক্রমেই বাড়ছে ওই পোস্টের মতামত আর লাইকের সংখ্যা।এর আগে, গেল শনিবার (৩১ অক্টোবর) ফরাসি ব্র্যান্ডের দামি ঘড়ি ফেলে দিয়ে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফরাসি পণ্য বয়কটের আহ্বানও করেছেন তিনি।
Leave a Reply