মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫২ পূর্বাহ্ন
বাদশা আলম/সাকিব
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের হাফেজ শেখ শহিদুল্লাহ (১৬) নামের একজন সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ এলাকায় নিহত হয়েছেন। শুক্রবার বিকাল ৫টার দিকে তিনি গোপালগঞ্জ এলাকায় মটরসাইকেল ও নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষে মারাত্বক আহত হন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মুত্যু হয়। তিনি আট্টাকী গ্রামের শেখ বাসারাত আলীর পুত্র। পারিবারিক সুত্রে জানা গেছে, শেখ শহিদুল্লাহ সহ তিনজনে ১টি মটরসাইকে যোগে একটি অনুষ্ঠান থেকে ফকিরহাট বাড়ী ফেরার পখে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। এতে তিনজনই গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার চরম অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথে হাফেজ শেখ শহিদুল্লাহ মারা যান। অপর আহত দুইজনের মধ্যে আবিদ হোসেন (১৬) কে খুলনা একটি বে-সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আহত ফজলে রাব্বি (১৬) গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
Leave a Reply