রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:৩২ পূর্বাহ্ন
আলমগীর হোসেন, (নিজস্বপ্রতিবেদ)
বাগেরহাটের ফকিরহাটের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় পুঁজি হিসেবে এককালীন দ্বিতীয় পর্যায়ে ৬৮ জন কে মোট ১৮ হাজার টাকা করে মোট ১২ লাখ ২৪ হাজার টাকা অনুদান বিতরন করা হয়।ফকিরহাট উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে ১৫ সেপ্টেম্বর ২০২০ রোজ মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
ফকিরহাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুর আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেল পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহিদ সুজা,মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহীমা সুলতানা বুশরা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা সহ উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
এর আগে প্রথম পর্যায়ে বাংলাদেশ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় পুঁজি হিসেবে ১শত জনকে মোট ১৮ লাখ টাকা অনুদান প্রদান করা হয়।
Leave a Reply