মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন
মহামারি করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় জনসমাগম এড়াতে আয়কর মেলার আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
তাই আয়কর ও বিবরণী (রিটার্ন) জমা দেয়ার সুবিধা নিতে যে সব করদাতা কর মেলার অপেক্ষা করেন তাদের জন্য দুঃসংবাদ।
বুধবার এনবিআরের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এনবিআরের সদস্য (কর প্রশাসন) আরিফা শাহানা জানিয়েছেন।
তবে সেবা নিশ্চিতে মাঠ পর্যায়ের প্রতিটি কর অঞ্চলে আয়কর রিটার্ন নেয়া হবে। সেখানে করদাতাদের রিটার্ন জমা সংক্রান্ত সব ধরনের সেবা দেয়ার জন্য সেবা কেন্দ্র চালু করা হবে।
এনবিআরের সদস্য (কর প্রশাসন) আরিফা শাহানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনার কারণে এবার কর মেলার আয়োজন করা হচ্ছে না। তবে মাঠপর্যায়ের কর অফিসগুলোতে করদাতার মেলার মতো যাবে সুবিধা পান, সেই ব্যবস্থা করা হচ্ছে।
দশ বছর আগে ২০১০ সালে প্রথমবারের মতো আয়কর মেলার আয়োজন করা হয়। প্রথমবার ঢাকা ও চট্টগ্রামে মেলা বসলেও পর্যায়ক্রমে মেলার পরিধি বেড়েছে।
২০১৯ সালে রাজধানীসহ দেশের বিভাগীয় শহরে সপ্তাহব্যাপী কর মেলা হয়েছে।
কর মেলায় করদাতারা কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) গ্রহণ, রিটার্ন ফরম পূরণ থেকে শুরু করে কর পরিশোধের জন্য ব্যাংক বুথসহ নানা ধরনের সেবা পান।
Leave a Reply