রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন
চুলকাঠি ডেস্ক : করোনাকালে মোবাইল ইন্টারনেটের গ্রাহক (ব্যবহারকারী) কমলেও বেড়েছে ব্রডব্যান্ডের (উচ্চগতি) ব্যবহারকারী। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে (মে মাস পর্যন্ত) দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৮০ লাখ ৮৪ হাজার। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি বলছে, গ্রাহক সংখ্যা আরও বেশি হবে। এদিকে মোবাইল অপারেটরগুলোর ইন্টারনেট গ্রাহকের সংখ্যা হিসাব করে দেখা গেছে, গত তিন মাসে অপারেটরগুলোর ২ লাখ ৮ হাজার গ্রাহক কমেছে। বিভিন্ন স্ট্রিমিং সাইট, অ্যাপসে বিনোদনমূলক অনুষ্ঠান দেখার প্রবণতা বেড়েছে। আম্বার আইটি সূত্রে জানা গেছে, করোনার প্রাদুর্ভাব শুরুর আগে তাদের প্রতিদিন ৩০টি নতুন সংযোগের ফরমায়েশ থাকলেও বর্তমানে তা বেড়ে হয়েছে ৬০টি। অপটিম্যাক্স সলিউশন লিমিটেড সূত্রে জানা গেছে, তাদেরও নতুন সংযোগের হার বেড়েছে।
Leave a Reply