শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক : বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকদের সম্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। করোনার প্রভাবে বর্তমান সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পডাশোনার চরম ক্ষতি হচ্ছে। বর্তমান সময়ে শিক্ষার্থীদের পডাশোনায় সহযোগিতার সবচেয়ে বড মাধ্যম হল অনলাইন ক্লাস। এ ক্লাস সফল ও আকর্ষনীয় করতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রস্তুতিসহ মনোভাব তৈরি করতে হবে। শ্রেণি ও পাঠ বিন্যাস করে শিক্ষার্থীদের উপযোগী শিক্ষা কার্যকরী করতে এ সভার আয়োজন। চুলকাঠি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমি সুপার ভাইজার এসএম হিশামূল হক ও জেলা এ্যাম্বেসেডর মোজাহিদুল ইসলাম। এ ছাডা পার্শ্ববর্তী সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply