শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন
খুলনাতে আজ শনিবার করোনা ও উপসর্গে অন্তত ৫জনের মৃত্যু হয়েছে। তারা হলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৭ বাড়িয়া গ্রামে মৃত ইয়াদ আলীর ছেলে বাদশা(২৭), একই উপজেলার আকবাটি গ্রামের আব্দুস সালাম (৫০), খুলনা ডুমুরিয়ার মিকশিমিল গ্রামের ফাতেমা (৫৫), খানজাহান আলী থানাধীন মশিআলী এলাকার হালিমা বেগম (৭৮) ও সাতক্ষীরার কালিগঞ্জের মন্দকাঠি গ্রামের মরিয়ম (৫০)। করোনা হাসপাতাল ও ফ্লু কর্ণারের মুখপাত্ররা এতথ্য জানিয়েছেন।
Leave a Reply