বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৬ পূর্বাহ্ন
চুলকাঠি ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাহারা খাতুনের মরদেহ শুক্রবার রাতে ব্যাংকক থেকে ঢাকায় আনা হবে। এরপর শনিবার নামাজের জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। দীর্ঘদিন নানান রোগব্যাধির সঙ্গে যুদ্ধ করে গতকাল বৃহস্পতিবার রাতে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বার্ধক্যজনিত নানান জটিলতায় ভুগছিলেন ৭৭ বছর বয়সী এই নারী রাজনৈতিক। কয়েকদফা আইসিইউ’ তে চিকিৎসা দেয়ার এক পর্যায়ে গত ৬ জুলাই এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়।
Leave a Reply