শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন
চুলকাঠি ডেস্ক : এই পৃথিবীতে এখন যারা সফল মানুষ হিসেবে পরিচিত, যেমন ধরুন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, বিল গেটস, টনি ব্লেয়ার, জুলিয়ান অ্যাসাঞ্জ বা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এনাদের কারো কিন্তু আমার বা আপনার চেয়ে কোন অঙ্গ পতঙ্গ বেশি নাই,তাদেরও আমাদের মত একটি মাথা, দুটি চোখ, দুটি হাত, দুটি পা, আছে, কারো কিন্তু দুটি মাথা বা চারটি হাত নাই, তাহলে তারা যদি পেরে থাকে তাহলে আমি বা আপনি কেনো পারবে না, অবশ্যই পারবো,পারতেই হবে।বিশ্ব স্বীকৃত এসব সফল ব্যক্তিদের কথা না হয় বাদই দিলাম কিন্তু আমার বা আপনার গ্রামের ওই অল্প শিক্ষিত লোকটার কথা চিন্তা করি,সে তো লেখাপড়া কম শিখেও শুধুমাত্র ব্যবসা করে, এখন সামাজিকভাবে প্রতিষ্ঠিত, তার এখন অর্থ-সম্পদ, বাড়ি গাড়ি, মোটামুটি প্রায় সব কিছুই আছে।আর আমি বা আপনি জীবনের অনেকটা সময় ধরে কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে কিছু বড় বড় সার্টিফিকেট অর্জন করেছি, আর সেসব বড় বড় সার্টিফিকেট নিয়ে এখন কোন বড় প্রতিষ্ঠান ভালো চাকর হওয়ার চেষ্টা করছি অথবা ভালো চাকর হয়ে আছি, আর সফল ব্যক্তিদের দিকে তাকিয়ে শুধু আফসোস করছি এবং ভাবছি কবে হবে ওই গুলি আমার।কিন্তু কেন? কেন আমি পিছিয়ে থাকবো ? আমি কি কারো চেয়ে কম মেধাবী? বরংচ অনেক ক্ষেত্রে অনেকের চেয়ে অনেক বেশি মেধাবী, উচ্চ ডিগ্রীপ্রাপ্ত, শারীরিকভাবে সুস্থ-সবল একজন মানুষ।তাহলে কেন আমি পারবো না? আমি নিশ্চিত , আমি এগিয়ে যাবো , অতি দ্রুত পৌঁছে যাব আমার কাঙ্খিত লক্ষ্যে ইনশাআল্লাহ।শুধু আমি না আপনিও পৌঁছে যাবেন আপনার কাঙ্খিত লক্ষ্যে। তাই আর দেরি নয় এখন থেকে শুরু হোক আমাদের নতুন যাত্রা আমরা সবাই জানি যেকোনো কাজে সফল হতে গেলে লাগে ১)অভিজ্ঞতা – যা যে কোন কাজে লেগে থাকার মাধ্যমে অর্জন করতে হয়, এবং ২)মেধা- যা আমার বা আপনার অনেকের চেয়ে বেশি আছে,আমার বা আপনার গ্রামের ওই লোকটা বা আমাদের ঐ বন্ধুটা যে পড়াশোনা বেশি করে নাই, বা করতে পারে নাই সে কিন্তু জীবনের প্রয়োজনে বিভিন্ন কাজে ধরা খেয়ে খেয়ে অভিজ্ঞতা অর্জন করে আজ প্রতিষ্ঠিত। আমি বা আপনি কিন্তু ওই বন্ধুর মত অত বেশি ধরা খাবো না, কারণ ওর চেয়ে আমরা বেশি শিক্ষিত এবং মেধাবী। তাই ওর মতো ধরা খেয়ে শিখবো না, দেখে দেখে শিখবো , শুনে শিখবো, তারপর পরিকল্পনা করব, এরপর কাজ করবো, নিশ্চয়ই আমরা সফল হবো , কেউ হয়তো একবারে, কেউবা দ্বিতীয়বারে অথবা তৃতীয়বারে সফল আমরা হবোই। আমি আবেগের মোহে বা ঘুমিয়ে স্বপ্ন দেখে অথবা কোন পবিত্র গ্রন্থ দেখে কথাগুলো বলছি না, আমি বলছি বিজ্ঞানের আলোকে যুক্তি দিয়ে চিন্তা করে।আপনি একটু চিন্তা করুন, কখনো ভেবে দেখেছেন কি সৃষ্টিকর্তা প্রদত্ত সুপারপাওয়ার আপনার ব্রেনটার বর্তমান বাজার মূল্য কত, টাকা দিয়ে এর মূল্য নির্ধারণ করা যায় না তারপরও কাজের উপর ভিত্তি করে কম্পিউটারের সাথে তুলনা করলে এর মূল্য পঞ্চাশ হাজার কোটি টাকারও বেশি হয়। হাজার কোটি টাকা মূল্যের সুপার পাওয়ার কে শুধু মাথায় করে বয়ে না বেড়িয়ে একটু প্রোপারলি কাজে লাগায়,একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, এই কথাগুলো যৌক্তিক এবং সত্য হিসেবে সবাই বিশ্বাস করবে,তাই আমাদের উচিত একজন উদ্যোক্তা হিসেবে এখনই কাজে লেগে যাওয়া, কোন কাজে নামবো কোনটা আমার জন্য উপযোগী হবে, কোনটা দিয়ে আমার সফল হওয়ার সম্ভাবনা বেশি, অন্যকে জিজ্ঞেস করার আগে নিজের ব্রেন কে জিজ্ঞাসা করি, নিজে ঠিক করার পরে, তারপর অন্যের কাছে ঐ ব্যাপারে পরামর্শ নিতে পারি।আমি কথাগুলো কি বুঝাইতে পারতেছি, বিজ্ঞানী নিউটন, আইনস্টাইন, টমাস আলভা এডিসন এদের মতো ব্রেন নিয়ে পৃথিবীতে আর কেউ কোনদিন আসবে না, ঠিক তেমনি আমার বা আপনার মত ব্রেন নিয়ে এখন পৃথিবীতে কেউ নাই, ভবিষ্যতেও কেউ আসবে না, আপনি বা আমি ৭০০ কোটি মানুষের ভিতরে সম্পূর্ণ ইউনিক একটা পিস, আমি বা আপনি যা পারবো ঠিক সেরকমই পৃথিবীতে আর কেউ পারবেনা। তাই আমি নিশ্চিত আজ থেকে শুরু করলে আমি বা আপনি অতি দ্রুত এগিয়ে যাবো, পিছনে ফেলে দিতে পারবো অনেককে, অতি দ্রুত হয়ে যেতে পারবো একজন প্রতিষ্ঠিত সফল মানুষ।
সি২৪/নিউজ
খুব ভালো লিখেছেন উদ্যোক্তা হওয়ার জন্য এই লেখাটি উপযোগী।পরির্বতন হোক নিজের থেকে।
“চাকরি করবো না চাকরি দিবো”(ইকবাল বাহার জাহিদ)।নিজের বলার মত একটা গল্প