মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ন
ময়মনসিংহ প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদিতে ৫নং গোশাইপুর ইউনিয়ের গিলাগাছা গ্রামে একই পরিবারের দুই প্রতিবন্ধি ভাই আতিউর(২৫)ও আতিকুল(২৬) পিতা: আব্দুল সালাম। জন্ম থেকেই প্রতিবন্ধি হওয়ায় খুবই কষ্টময় জীবন যাপন করতে হয় তাদের। মা ও দুই প্রতবন্ধি সন্তান নিয়ে জীবন চলছে বেশ। এই দিকে ২ দুই ভায়ের থাকা সম্পতি ছিনিয়ে নিতে চায় পাশের বাড়ির নজরুল (২৮) নাজমুল (২৫) পিতা : আবু মিয়া। প্রতিবন্ধি হওয়ার তাদের উপর নানারকম অত্যাচার করেই চলেছে। অনেক বার স্থানীয় চেয়ারম্যান বিচার করলেও থেমে থাকেনি নাজমুলও নজরুল এর অত্যচার।শুক্রবার(০১/০৯/২০২৩) নামাজ এর পর দুই প্রতিবন্দি ও অসহায় মায়ের প্রতি করে হামলা, ও ঘর ভেঙে দেয়।প্রতিবেশীরা জানায় প্রায় অনেক দিন যাবত এমন অত্যাচার করে আসছে নাজমুল, নজরুল ও তার বাবা আবু মিয়া। তাই তাদের অত্যাচার সহ্য করতে না পেরে এলাকাবাসীর সহযোগীয় ২ দুই প্রতিবন্ধি ভাই ও অসহায় মা মিলে শ্রীবরদি থানায় আজ শনিবার (০২/০৯/২০২৩) মামলা করেছে।
Leave a Reply